গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ি এলাকায় মোবাইল কোর্টে বন্ধ করে দেওয়া অবৈধ করাত কল পূনরায় চালু করেছে মালিক পক্ষ। তিন /চার মাস পার হওয়ার পরও ব্যবস্থা নেয়নি প্রশাসন।
জানা যায়, গত ১৯ নভেম্বর কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে উপজেলার বড়ইবাড়ি এলাকায় ৬ টি স মিলের মালামাল জব্দ, স মিল বন্ধ ও মামলা করা হয়। তার পরদিনই ফের চালু করা হয় ওইসব অবৈধ স মিল। এলাকাবাসীর অভিযোগ উপজেলা প্রশাসন ও বনবিভাগের সাথে আতাত করেই পূণরায় চালু করেছ মালিক পক্ষ। উল্লেখ্য ওই দিন সুলতান সিকদার, আরিফ সিকদার, বেনজির সিকদার, খালেক সিকদার ও বজলু মিয়া র মোট ৬ টি স মিলের আংশিক মালামাল জব্দ করে বন বিভাগ।
এ ব্যাপারে স মিল মালিকরা জানায়, আমরা সব ম্যানেজ করেই কাজ করছি।
এ ব্যাপারে , কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা এম এ শহিদুল ইসলাম হাওলাদার বলেন, নিষেধ অমান্য করে তারা গুরুতর অন্যায় করেছে। খুব তারাতারি আবারো আইনের আওতায় আনা হবে।
এ ব্যাপারে কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আদনান চৌধুরী জানান, খুব শিগ্রই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।