ডিবিসি নিউজ ডেস্ক:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শনিবার সন্ধ্যা ৬ টায় প্রাপ্ত নমুনা পরীক্ষার ফলাফলে বিএনপি মহাসচিবের করোনা পজিটিভ ধরা পড়ে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।মির্জা ফখরুল বর্তমানে ডাক্তার রায়হান রাব্বানীর তত্ত্বাবধানে রয়েছেন।
উল্লেখ, এর আগে, চলতি বছরের ১১ জানুয়ারি মির্জা ফখরুল কোভিড-১৯ পজিটিভ হয়েছিলেন। সূত্র জানায়, বিএনপি মহাসচিবের করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজও নেওয়া আছে।
ফের করোনা আক্রান্ত হওয়ায় দল ও পরিবারের পক্ষ থেকে দেশবাসীর মাধ্যমে মহান আল্লাহর দরবারে মির্জা ফখরুলের দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য দোয়া চাওয়া হয়েছে।