নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় রিকশাযোগে বাসায় ফেরার পথে এক তরুণীকে (৩০) তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে। তাৎক্ষণিক প্রত্যক্ষদর্শী এক রিকশাচালক ৯৯৯-এ ফোন করে পুলিশকে ঘটনা অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই তরুণীকে উদ্ধার করে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিন যুবককে গ্রেপ্তার করে তারা। রোববার দিবাগত রাত দুইটার দিকে নগরের খুলশী থানার জিইসি বাটা গলি এলাকায় আখতারুজ্জামান চৌধুরী উড়ালসড়কের নিচে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার তিনজন হলেন- ফারুক হোসেন, আবদুর রহমান ও মো. আরিফ।
পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই তরুণী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন। এ ঘটনায় তিনি বাদী হয়ে খুলশী থানায় একটি মামলা করেছেন।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা জানান, রিকশাযোগে নগরের জিইসি মোড় থেকে বায়েজিদ বোস্তামী এলাকার নিজ বাসায় ফিরছিলেন ওই তরুণী। রিকশাটি জিইসি বাটা গলি এলাকায় উড়ালসড়কের নিচে পৌঁছালে গতিরোধ করা হয়। পরে ওই তরুণীকে রিকশা থেকে নামিয়ে কাছের একটি টংদোকানের পাশে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন ছয় যুবক। ওই তরুণীকে বহনকারী রিকশার চালকের কাছে কোনো মুঠোফোন ছিল না।