বিডিসি জার্নাল২৪.কম নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘায় আম বাগান থেকে সীমা বেগম (৩৫) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৩ মার্চ) সকাল ৬টার দিকে উপজেলার আরিফপুর বিলের এক আম বাগান থেকে এই লাশ উদ্ধার করা হয়। জানা যায়, শামিমা খাতুন বাঘা উপজেলা সদরে এক বাড়িতে ভাড়া থাকতেন। তিনি মাঝে মধ্যে পিতা আতব আলী সরকারের বাজুবাঘা ইউনিয়নের আরিফপুর দেওয়ান পাড়া গ্রামের বাড়িতে যেতেন। সীমা বেগমের কি হয়েছিল, বিষয়টি প্রাথমিকভাবে পুলিশসহ স্থানীয় কেউ কিছু নিশ্চিত করতে পারেনি। তবে তাকে হত্যা করে বিলের মধ্যে এক আম বাগানে লাশ ফেলে রাখা হয়েছে এবং তার গলায় আঘাতের চিহৃ পাওয়া গেছে বলে জানিয়েছেন পুলিশ। এ বিষয়ে বাজুবাঘা ইউনিয়নের চেয়ারম্যান এ্যাড. ফিরোজ আহম্মেদ রঞ্জু বলেন, ঘটনাটি জানার পর পুলিশকে অবগত করা হলে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবদুল বারি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।