1. : admin :
  2. cristinamcmaster6222@1secmail.com : renetrotter53 :
বাগমারায় উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করতে মাড়িয়ায় আ’লীগের বর্ধিত সভা - ডিবিসি জার্নাল২৪
শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০২:২২ অপরাহ্ন

N

বাগমারায় উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করতে মাড়িয়ায় আ’লীগের বর্ধিত সভা

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০
  • ৪৬৫ বার পড়া হয়েছে

বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারায় আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে যাচ্ছে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। উক্ত সম্মেলন সফল ও স্বার্থক করার লক্ষ্যে মাড়িয়া ইউনিয়ন আ’লীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩ টায় বর্ধিত সভা উপলক্ষে ইউনিয়ন পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, মাড়িয়া ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন, রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদস সদস্য, উপজেলা আ’লণীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

মাড়িয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সামসুল হকের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, মাড়িয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি, চেয়ারম্যান আসলাম আলী আসকান, উপজেলা আ’লীগের সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মাড়িয়া ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি রেজাউল করিম, মাস্টার জহুরুল ইসলাম। উক্ত বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য নারগিস বেগম, ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, শাহাজাহান হোসেন, সদস্য ইয়াদ আলী, ভবানীগঞ্জ পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মাস্টার আব্দুল জলিল, কাউন্সিলর হাচেন আলী, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, আব্দুল আজিজ লিটন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি উজ্জল হোসেন, ছাত্রলীগ নেতা আব্দুর রউফ রাজ প্রমুখ। এ সময় ইউনিয়ন ও ওয়ার্ড আ’লীগের সভাপতি-সাধারণ সম্পাদক সহ অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST