নিজস্ব প্রতিবেদক:বাংলা নববর্ষ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা বের করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এতে দলটির সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতারা অংশ নিয়েছেন।
শুক্রবার (১৪ এপ্রিল) সকালে রাজধানীর বাহাদুর শাহ পার্ক থেকে র্যালিটি শুরু হয়।
‘বৈশাখ হোক নবজীবন ও অসাম্প্রদায়িকতার সেতুবন্ধন’ স্লোগানে ক্ষমতাসীন দলটি বাংলা নববর্ষ উদযাপন করেছে। সকাল পৌনে ৮টার দিকে রাজধানীর বাহাদুর শাহ পার্ক থেকে র্যালিটি শুরু হয়।
র্যালিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেন। এছাড়া র্যালিতে ঢাকা মহানগর দক্ষিণের নেতারা উপস্থিত রয়েছেন।
এর আগে বৈশাখ উপলক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রুহুল সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। আলোচনা সভায় সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির। র্যালিটি বিভিন্ন এলাকা ঘুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।