নিজস্ব প্রতিবেদক: দৈনিক রুপালী বাংলাদেশ পত্রিকার সাংবাদিক আতিকুর রহমানকে (আশা) সভাপতি ও ভোরের ডাক পত্রিকার সাংবাদিক শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে মোট ১১সদস্য বিশিষ্ট বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী চারঘাট শাখার কমিটি গঠন করা হয়েছে। বুধবার দুপুরে এই কমিটি গঠন করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা রফিক আলম, বাংলাদেশ সাংবাদিক সংস্থার আহ্বায়ক সদস্য আমিনুল ইসলাম বনি, বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সদস্য ফজলুল করিম বাবলু ও কামরুজ্জামান বাদশা।
এই কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি ভোরের দর্পন পত্রিকার সাংবাদিক ময়েন উদ্দিন, অর্থ সম্পাদক দৈনিক আমার সংবাদ পত্রিকার সাংবাদিক কে এম জোবায়ের ইসলাম, সাংগঠনিক সম্পাদক দৈনিক রাজশাহী প্রতিদিনের সাংবাদিক মোহাইমেনইল (স্বপন), দপ্তর সম্পাদক ফটো সাংবাদিক দোয়েল হোসেন, প্রচার সম্পাদক দৈনিক রাজবার্তা পত্রিকার সাংবাদিক আহসান হাবিব সুমন, কার্যকারী সদস্য দৈনিক যায়যায়দিন ও দৈনিক সোনারদেশ পত্রিকার সাংবাদিক নজরুল ইসলাম (বাচ্চু), দৈনিক যুগান্তর ও দৈনিক সানশাইন পত্রিকার সাংবাদিক মিজানুর রহমান (মিজান), দৈনিক কালবেলা পত্রিকার সাংবাদিক মিঠু রানা ও দৈনিক ভোরের কাগজ ও দৈনিক নতুন প্রভাত পত্রিকার সাংবাদিক মাইনুল হক (সান্টু)।
বাংলাদেশ সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা রফিক আলম বলেন, এই প্রতিষ্ঠান তিনি এ বছরেই গড়ে তুলেছেন। ইতিমধ্যে সারাও পড়ে গেছে। কারন বিগত যে সংগঠন ছিলো তার মূল্যায়নটা ভিন্ন হওয়ায় এবং সম্মান নিয়ে সমাজে বেঁচে থাকার জন্য এই প্রতিষ্ঠান গড়ে তোলা। তিনি বলেন, ইতোমধ্যে রাজশাহী মহানগর কমিটি নির্বাচনের মাধ্যমে গঠিত হয়েছে। আগামীতে রাজশাহী জেলা কমিটি গঠনের লক্ষে প্রতিটি উপজেলা কমিটি গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। চারঘাটে প্রথম কমিটি গঠন করা হলো। খুব দ্রুত সময়ে জেলার অন্যান্য উপজেলার কমিটি গঠন করা হবে। এরপর পর্যায়ক্রমে জেলা, বিভাগ ও সেন্ট্রাল কমিটি গঠন করা হবে বলে জানান রফিক আলম।