নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর: রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাঃ মোঃ মনসুর রহমান বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে যেভাবে দেশ পরিচালনা করছে তা শুধু দেশেই সীমাবদ্ধ না বহির্বিশ্বেও জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের ভূয়সী প্রশংসা চলছে। একটা সরকার কতটা আন্তরিক হলে সাধারণ মানুষের জন্য ভাবেন তা আর বলার অপেক্ষা রাখেনা।
একযোগে দেশের প্রায় ৭০ হাজার গৃহহীন মানুষকে ঘর প্রদানের মাধ্যমে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা শুধু দেশেই নয়, বিশ্বের কাছেও একটি রোল মডেল হয়ে থাকলো। বর্তমান সরকার ক্ষমতায় থাকলে ভবিষ্যতে দেশে একটি মানুষও গৃহহীন থাকবেনা।
এ জন্য আওয়ামী লীগ সরকারকে বারবার ক্ষমতায় আনতে হবে। শনিবার সকালে দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর উপহার স্বপ্ননীড়ের দলিল ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন। দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী ও (ভূমি) শুভ দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, কৃষি কর্মকর্তা মসিউর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ।