স্টাফ রিপোর্টারঃ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করেছে জেলা জাতীয় শ্রমিকলীগ। মঙ্গলবার রাত নয়টায় সংগঠনের কার্যালয়ে জেলা জাতীয় শ্রমিকলীগের বিপ্লবী সভাপতি সেলিম আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুবিণ এর পরিচালনায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগের কার্যকরী সভাপতি মজিদ খাঁন সেলিম,সাংগঠনিক সম্পাদক অপু আহমেদ,সাংগঠনিক রিংকু চৌধুরী। এ সময় জেলা শ্রমিকলীগ সহ উপজেলা,স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কেটে মুজিব শতবর্ষ উদযাপন করা হয়।