বগুড়া প্রতিনিধি: দাবি করা ঘুষের টাকা সম্পূর্ণ না দেয়ায় দুর্নীতি দমন কমিশন-দুদকের এক উপ-সহকারী পরিচালকের বিরুদ্ধে মামলায় ফাঁসানোর অভিযোগ করেছেন এক পুলিশ কর্মকর্তার বোন। রোববার বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন পুলিশ লাইন্সে ক্লোজড হওয়া পুলিশ কর্মকর্তা আলমগীর হোসেনের বোন রুমাইয়া শিরিন।
সংবাদ সম্মেলনে রুমাইয়া শিরিন জানান, তার ভাই আলমগীর হোসেন ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখায় উপ-পরিদর্শক পদে কর্মরত ছিলেন। ২০১৯ সালে দুদকের বগুড়া জেলা কার্যালয় একটি বেনামী অভিযোগের ভিত্তিতে আলমগীরের সম্পদ বিবরণী জানতে চায়। বিবরণীতে প্রদর্শিত আয়ের বাইরে অন্য কোন সম্পদের তথ্য না পেলেও দুদকের উপ-সহকারী পরিচালক সুদীপ কুমার চৌধুরী আলমগীরের বোন রুমাইয়া শিরিনের কাছে ৭ লাখ টাকা ঘুষ দাবি করেন। ঘুষ না দিলে আলমগীরের বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনি ব্যবস্থা নেয়ার হুমকিও দেন তিনি।
শিরিন জানান, তারা মামলা থেকে রেহাই পেতে দুদক কর্মকর্তা সুদীপ চৌধুরীকে পাঁচ লাখ আশি হাজার টাকা ঘুষ দেন। কিন্তু ঘুষের সম্পূর্ণ টাকা না পাওয়ায় পরবর্তীতে তার ভাই আলমগীরের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা করেন ওই কর্মকর্তা। মামলা দায়েরের পরও ঘুষের বাকি এক লাখ টাকার জন্য সুদীপ চৌধুরী নানানভাবে হুমকি-ধামকি দিচ্ছেন বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন রুমাইয়া শিরিন। এব্যাপারে দুদক চেয়ারম্যানের হস্তক্ষেপ প্রত্যাশাও করেন তিনি।