নিজস্ব প্রতিবেদক : পাবনার সুজানগরে গ্রেপ্তারের পর পুলিশের কাছ থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সাবেক পৌর মেয়র ও ভাঁয়না ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান আব্দুল ওহাবকে ছিনিয়ে নিয়েছে গ্রামবাসী।
রবিবার (০২ ফেব্রয়ারী) বিকাল ৫টার দিকে উপজেলার ভাঁয়না ইউনিয়নের মথুরাপুর উচ্চ বিদ্যালয় মসজিদ চত্বরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, এদিন আছরের নামাজ আদায় করার জন্য মসজিদে যান আব্দুল ওহাব। নামাজ শেষ করে মসজিদ থেকে বের হওয়ার পরপরই তাকে আটক করে গাড়িতে তুলে নেয় পুলিশ।
পরে বিষয়টি জানাজানি হওয়ায় মুহূর্তের মধ্যেই ওই গ্রামের অসংখ্য নারী-পুরুষ পুলিশকে ঘেরাও করে আসামি ছিনিয়ে নেয়। তাদের দাবি, তাকে মিথ্যা মামলায় আসামি করে হয়রানি করা হচ্ছে। তাকে আমরা গ্রেপ্তার করতে দেব না।
সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ ফোর্স দিয়ে গ্রামে তল্লাশি চালিয়ে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আসামিকে আটক করতে চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা কাছে জানতে চাইলে উর্ধ্বতন কর্তৃপক্ষ এ বিষয়ে কথা বলবেন বলে তিনি জানান।