নিউজ ডেস্ক: বুধবার (৫ এপ্রিল) সকাল ১১ টায় গণভবনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সচিব, সেতু বিভাগ ও নির্বাহী পরিচালক বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ মো. মনজুর হোসেন আনুষ্ঠানিকভাবে সিনিয়র সচিব, অর্থ বিভাগের নিকট পদ্মা সেতু নির্মাণের জন্য গৃহীত ঋণের ১ম ও ২য় কিস্তি বাবদ তিন’শ ষোল কোটি নব্বই লক্ষ সাতানব্বই হাজার ঊনপঁঞ্চাশ টাকা পরিশোধের চালান হস্তান্তর করেন।
অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের এম.পি, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা, পররাষ্ট মন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্ণর, সাবেক মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (অর্থ ও হিসাব) আলতাফ হোসেন শেখ।