মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর সীমান্তে অভিযানে মাদকদ্রব্যসহ আটক -২
গত শুক্রবার ( ১৯ আগস্ট) রাধানগর বিওপির নায়েক মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে সীমান্ত পিলার ২৫৩/২-এস হতে ১০০০ গজ বাংলাদেশের অভ্যন্তরেনিয়মিত টহল দল পাটুল ফরেষ্ট বাগানের সামনে পাকা রাস্তার পার্শ্বে অভিযান পরিচালনা করে ০২ বোতল ভারতীয় ফেন্সিডিল, ০১টি হিরো মোটর সাইকেল, ০১টি হেলমেট, ০২টি মোবাইল ফোন এবং ০৩টি মোবাইল সীমকার্ডসহ ০২ জন আসামী (১) মোঃ মনিরুজ্জামান (সমাপন) (৩২), পিতা-মোখলেছুর রহমান, গ্রাম-সাপাহার মাষ্টার পাড়া, পোষ্ট-সাপাহার, থানা-সাপাহার, জেলা-নওগাঁ, (২) মোঃ রানা হোসেন (২৭), পিতা-মৃত আজিজুল হক, গ্রাম-সাপাহার তাজপুর, পোষ্ট-সাপাহার, থানা-সাপাহার, জেলা- নওগাঁকে আটক করে।
আটককৃত মনিরুজ্জামান সমাপন সাপাহার উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বলে জানা যায়।
এছাড়াও টহল দলের উপস্থিতি টের পেয়ে আরো ০১ জন চোরাকারবারী মালামাল ফেলে পালিয়ে যায়। ধৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে পত্নীতলা থানায় মামলা দায়েরপূর্বক মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে (মামলা নং-৩১, তারিখ ২০ আগস্ট ২০২২)। যার সিজার মূল্য-২,০৫,৯০০/- টাকা।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি শামসুল আলম শাহ্ বলেন আজ শনিবার তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে এবং আদালতে প্রেরন করা হয়েছে।
০১৭১৩৯৩৬৯৬১