স্পোর্টস ডেস্ক: আল হিলালে নেইমার বিলাসবহুল সব সুযোগ-সুবিধা পাচ্ছেন। বাড়ি, গাড়ি, অর্থ কোনোটার কমতি পড়ছে না।
ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ জানিয়েছে, আল হিলাল কর্তৃপক্ষ নেইমারকে গাড়ির বহর দেখায়। সেখান থেকে নেইমার নিজের পছন্দমতো গাড়ি নিয়েছেন। সবমিলিয়ে গাড়িগুলোর মূল্য কমপক্ষে ২০ কোটি টাকা!
নেইমারকে সাতটি কোটি টাকার গাড়ির পাশাপাশি একটি বিলাসবহুল ভ্যান উপহার দিয়েছে আল হিলাল।
ও গ্লোবো জানায়, ফেরারি, অডি, অ্যাস্টন মার্টিন, ল্যাম্বরগিনি এসব গাড়ি আগে থেকেই নেইমারের ছিল। এর মধ্যে অ্যাস্টন মার্টিন ভালকান মডেলের গাড়িটি গোটা বিশ্বে মাত্র ২৪টি বানানোই হয়েছিল!
আল হিলাল নেইমারকে বেন্টলি কন্টিনেন্টাল জিটি কনভার্টিবল মডেলের গাড়ি উপহার দিচ্ছে। এর দাম বাংলাদেশি টাকা ২ কোটি ৭৩ লাখ টাকা। এটি ৩.৬ সেকেন্ডে ১০০ কিলোমিটার গতি তুলতে পারে, গতিসীমা ঘন্টায় ৩৩৫ কিলোমিটার।
ও গ্লোবো আরও জানায়, ব্রিটেনের অ্যাস্টন মার্টিনের তৈরিকৃত এসইউভি পেয়েছেন নেইমার, যেটির ইঞ্জিন ৫৫০ হর্সপাওয়ার ক্ষমতাসম্পন্ন। ৩.৩ সেকেন্ডে এটি ১০০ কিলোমিটার গতি তুলতে পারে। দাম ৩ কোটি ৬১ লাখ টাকা।
নেইমারকে ল্যাম্বরগিনি হুরাকান মডেলের গাড়ি দিচ্ছে আল হিলাল। এটির দাম ৩ কোটি ৬১ লাখ টাকা।
এ ছাড়া মার্সিডিজ এএমজি জি৬৩ মডেলের আরও চারটি গাড়ি পাচ্ছেন নেইমার, এগুলো এসইউভি মডেলের এবং খুবই বিলাসবহুল। এ চারটি গাড়ির দাম ১০ কোটি ৪ লাখ টাকা! এছাড়া মার্সিডিজ বেঞ্জ কোম্পানির বানানো একটি ভ্যান পাবেন নেইমার, সেটির মডেল ও দাম জানা যায়নি।
(ছবি: গুগল)