নিজস্ব প্রতিবেদক: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সারা পৃথিবীতে নিত্যপণ্যের দাম বেড়েছে। আমাদের দেশেও দাম বেড়েছে। তারপরও দেশের মানুষ ভালো আছে। অনেক দেশের তুলনায় ভালো আছে।
বুধবার (১২ জুলাই) বিকেলে নওগাঁর সাপাহার মহিলা কলেজ প্রাঙ্গণে সাপাহার উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাধন চন্দ্র মজুমদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্যাংশনে ভয় পান না বলে মন্তব্য করেছেন। জনগণের প্রতি শেখ হাসিনার আস্থা আছে। শেখ হাসিনার প্রতিও জনগণের আস্থা রয়েছে।
খাদ্যমন্ত্রী বলেন, উন্নয়নের প্রশ্নে শেখ হাসিনার বিকল্প নেই। দেশের উন্নয়নে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করতে হবে। প্রধানমন্ত্রীর উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। যুবলীগের নেতাকর্মীদের বিএনপির ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিতে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
সম্মেলনে অন্যান্যের মধ্যে যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিন, সাপাহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল প্রমুখ বক্তব্য দেন।
সম্মেলন উদ্বোধন করেন নওগাঁ জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট খোদদাদ খান পিটু। প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়।