গোলাম গাউস, নাটোর প্রতিনিধি
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে পৌর মেয়র উমা চৌধুরীর নেতৃত্বে নাটোর পৌরসভায় জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, কালো পতাকা উত্তোলন বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ ই আগস্ট এ শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মীর নাফিউল ইসলাম অন্তর, জাহিদুর রহমান জাহিদ, সংরক্ষিত কাউন্সিলর কোহিনুর বেগম পান্না সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এই দিবস পালন উপলক্ষে পৌর মেয়র উমা চৌধুরী জানান, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম না হলে আমরা বাংলাদেশ পেতাম না। তাকে সপরিবারে হত্যা করে হত্যাকারীরা বাঙালি জাতিকে অভিভাবক শূন্য করার চেষ্টা করেছিল। কিন্তু জাতির পিতার কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা তার যোগ্য উত্তরসূরী হিসেবে এই বাংলাদেশকে পিতার স্বপ্নের বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। জাতির পিতা কে হারানোর শোক শক্তিতে পরিণত হোক সোনার বাংলা গড়ার জন্য।
উল্লেখ্য এবারে নাটোর জেলায় সর্বপ্রথম নাটোর পৌরসভাতেই জাতীয় শোক দিবস পালন করা হয়।