গোলাম গাউস, নাটোর প্রতিনিধি
(সি.এন.জি) মালিক সমিতির আয়োজনে নব নির্বাচিত ৮সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের শপত গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।আজ (৭ জুলাই ২০২২) রবিবার বিকাল ৫ টার সময় নাটোর সদর উপজেলা পরিষধ মিলনায়তনে এই শপত গ্রহন আনুষ্ঠিত হয়। অটোরিক্সা (সি.এন.জি)মালিক সমিতির প্রধান নির্বাচন মিশনার সৈয়দ মোস্তাক আলী মুকুল এর সভাপতিত্বে শপত গ্রহন আনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শরিফুল ইসলাম রমজান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের সংসদসদস্য জনাব রত্না আহমেদ এমপি, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, সাবেক যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আহাদ আলী সরকার, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মুর্ত্তজা আলী বাবলু ।নব নির্বাচিত সদস্য সভাপতি জনাব মোঃ হোসেন স্বরদার, সহ সভাপতি জনাব আহসান, সাধারণ সম্পাদক জনাব মানিক মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ রফিকুল, সাংগঠনকি সম্পাদক জনাব মোঃ ফয়জুল হক, র্অথ সম্পাদক জনাব জাহাঙ্গীর সরকার, দপ্তর সম্পাদক জনাব রাজ্জাক মোল্লা, সড়ক সম্পাদক জনাব উত্তম কুমার সরকারকে শপথ বাক্য পাঠ করান প্রধান বক্তা আলহাজ্ব শরিফুল ইসলাম রমজান। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহীন ও চ্ছাসেবক লীগের লিওন হোসেনসহ জেলা অটোরিক্সা সি এন জি মালিক,ড্রাইভার ও মিডিয়াকর্মী গণ শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।