গোলাম গাউস, নাটোর প্রতিনিধি
নাটোরের পুলিশ সুপার অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক লিটন কুমার সাহাকে বিদায়ী সংবর্ধনা
দিয়েছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যান সমিতি নাটোর জেলা শাখা।
শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই বিদায়ী সংবর্ধনা জানানো হয়।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত কর্মচারী কল্যান সমিতির সভাপতি মনিমুল হক। এসময় বক্তব্য রাখেন সমিতির সম্মানিত উপদেষ্টা জেলা প্রশাসক শামীম আহমেদ, সদস্য অলোক কুমার মৈত্রসহ অনান্যরা।
এসময় বক্তারা বলেন, লিটন কুমার সাহা নাটোর জেলা র পুলিশ সুপার হিসেবে যোগদানের পর থেকে মাদক ও অপরাধ নির্মূলে অগ্রণী ভূমিকা রাখেন। করোনা মহামারীর সময় লকডাউন ও সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর ভূমিকা রাখেন। তার এই ভূমিকা নাটোরবাসীর স্মরণে রাখবে।