তাসকিয়া নিসপা, স্টাফ রিপোর্টার :
নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত ময়েজ উদ্দিন সরদার হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দুপুরে নওগাঁ শহরের নজিপুর হোটেলের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এনিয়ে ওই হত্যা মামলায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম আলিমুদ্দীন সরদার (৬৫)। তিনি মান্দা সদর ইউনিয়নের খাগড়া গ্রামের বাসিন্দা ও ময়েজ উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি।
মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ -পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামি আলিমুদ্দীন সরদারকে গ্রেপ্তার করা হয়েছে।
এ মামলার ১৩ আসামির মধ্যে এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হল। মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, বসতভিটার জমি নিয়ে মান্দা সদর ইউনিয়নের খাগড়া গ্রামের আলিমুদ্দীন সরদারের সঙ্গে প্রতিবেশী রেজাউল ইসলামের বিরোধ চলছিল। জের ধরে গত বৃহস্পতিবার সকালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ছয়জন আহত হন।
এদের মধ্যে ময়েজ উদ্দিন সরদার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান মারা যান।
ঘটনায় নিহতের ছেলে খোরশেদ আলম বাদী হয়ে প্রতিপক্ষের ১৩ জনের বিরুদ্ধে মান্দা থানায় মামলা করেন।