মহাদেবপুর প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুর আত্রাই নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে একই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২৩ আগস্ট সকালে শিবগঞ্জ ঘাট এলাকা থেকে আপন কুমার মন্ডল(১৪) নামে ঐ শিশু লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। মৃত আপন উপজেলার সুলতানপুর পশ্চিম পাড়া গ্রামের শ্রী পলাশ চন্দ্র মন্ডল এর ছেলে বলে জানা যায়।
পরিবার সূত্র জানা যায়, বাড়ির থেকে সকালে প্রাইভেট পড়তে যায় আপন প্রাইভেট শেষ করে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল আপন, খেলা শেষে নদীতে গোসল করতে গিয়ে সাঁতার না জানার কারণে পানিতে ডুবে নিখোঁজ হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের খবর দিলে প্রায় ঘন্টা ব্যাপী খোঁজাখুঁজির পর লাশ উদ্ধার করে হয়।
এ ব্যাপারে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছেলেটি নিখোঁজের খবর পাওয়া সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় প্রায় ঘন্টা ব্যাপী খোঁজাখুঁজির পর লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।