নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর:
রাজশাহী দুর্গাপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় পৌরসভার সকল কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে পৌরসভার হলরুমে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা রুহুল আমিন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌরসভার প্যানেল মেয়র একরামুল হক, পৌর নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শাহাবুল হক, ওয়ার্ড কাউন্সিলর মাহফুল হক লিটন, জুলফিকার আলী ভুট্টু, জহুরুল ইসলাম মিরন, শেখ জামাল উদ্দিন, সোহেল রানা, আনসার আলী সরদার, সোলাইমান আলী, ঝর্না খাতুন, মেয়র তোফাজ্জল হোসেনের জৈষ্ঠ্য পুত্র দুর্গাপুর উপজেলা যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দুর্গাপুর সাংবাদিক সমাজের সভাপতি মোবারক হোসেন শিশির, পৌরসভার হিসাব রক্ষক হাবিবুর রহমান প্রামানিক, সহকারী কর নির্ধারক আকরাম আলী, নুরুল ইসলাম, লাইসেন্স পরিদর্শক খাইরুল বাসার, স্টোর কিপার রাকিবুল ইসলাম রাকিব, নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক সাইদুর রহমান, আদায়কারী নাসরিন আক্তার, কার্যসহকারী রতন কুমার ঘোষ, স্বাস্থ্য সহকারী মাহবুব আলম, রোলার চালক জহুরুল ইসলাম, সহকারী রোলার চালক রবিউল ইসলাম রবিন, টিকাদানকারী রাশিদা খাতুন, হযরত আলী, শরিফুল ইসলাম, জনাব আলী, আমির আলী প্রমূখ।