নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর: আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট সরকারের পতন ও শেখ হাসিনার দেশত্যাগের পর সাধারণ ছাত্র জনতার বিজয়োল্লাস ঘিরে হামলা, ভাংচুর ও সন্ত্রাসী কর্মকান্ডকে নিরুৎসাহিত করতে নেতাকর্মীদের নিয়ে শান্তি শোভাযাত্রা করেছে বিএনপি নেতা আবু বকর সিদ্দিক। এ সময় সফল আন্দোলনের বীর ছাত্র জনতাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম ও অভিনন্দন জানান বিএনপির এই নেতা।
রবিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজশাহী জেলা বিএনপির সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপির আহবায়ক আবু বকর সিদ্দিকের উদ্যোগে শান্তি শোভাযাত্রাটি পুঠিয়া ও দুর্গাপুর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এছাড়াও দুই উপজেলায় পৃথক পথসভায় বক্তব্য রাখেন তিনি।
আবু বকর সিদ্দিক বলেন, আওয়ামী লীগের সুযোগ সন্ধানীরা অপকর্ম করে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছে। আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন আমরা যেন কোনো ধরনের ধ্বংসাত্মক কাজে জড়িত না হই। দেশ গঠনে ছাত্রদের সহযোগিতা করছে বিএনপি। আগামীতেও সহযোগিতা অব্যাহত থাকবে।
বিএনপির এই নেতা আরও বলেন, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নানা রকম অস্থিরতা, নৈরাজ্য, বিশৃঙ্খলা, গুজব ও অপপ্রচার বিষয়ে অবগত এবং সন্ত্রাসী কার্যকলাপ থেকে নিরুৎসাহিত করতেই আমাদের এই শান্তি শোভাযাত্রার আয়োজন।
পথসভা ও শোভাযাত্রায় পুঠিয়া ও দুর্গাপুর উপজেলার বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।