দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) দূর্গাপুর জোনাল অফিসে গ্রাহকদের বিল প্রদানে দীর্ঘ লাইনে মানা হচ্ছে না সামাজিক দুরত্ব। সকাল থেকে দুপুর পর্যন্ত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বিল দিতে হাজির হয়েছেন উপজেলার বিভিন্ন গ্রামের মানুষ।
দূর্গাপুর উপজেলার সিংগা গ্রামের সচেতন নাগরিক শহিদুল অভিযোগ করে জানান আমি অফিসে বিদ্যুত বিল দিতে গিয়ে দেখি বিল দিতে আসা গ্রাহকরা দীর্ঘ লাইনে ঠাসাঠাসি করে আছেন। সেখানে মানা হচ্ছে না সামাজিক দুরত্ব। আমি একজন সচেতন নাগরিক হিসেবে নিজের নিরাপত্তার জন্য বিদ্যূত বিল না দিয়ে ফেরত এসেছি। দেশের এই দূর সময়ে সামাজিক দুরত্ব বজায় রেখে বিল গ্রহন করা উচিৎ এই বিষয়ে প্রাশাসনের সুদৃষ্টি কামনা করছি।
এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতি দুর্গাপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আরিফুল কবীর মোঃ সোয়েব সামাজিক দুরুত্ব নিশ্চিত না মানার বিষয়টি স্বীকার করে বলেন, সকালের দিকে লোকজনের ভীড় ছিল অনেক। এ কারনে সামাজিক দুরত্ব মানা হয়নি। পরবর্তীতে সামাজিক দু্রত্ব মেনে বিদ্যুৎ বিল গ্রহন করা হয়।
কমেন্ট করুন