নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুরে ৫০তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুর্গাপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী খেলা শেষে বিকেলে এই পুরস্কার বিতরনী করাউষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এই ক্রীড়া প্রতিযোগী অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুভ দেবনাথ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব, মহিলা ভাইস-চেয়ারম্যান বানেছা বেগম, দুর্গাপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহীদুল হক।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলাম।