স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা গ্রামে অভিযান চাকিয়ে গাঁজা গাছসহ সাকলাইন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানার পুলিশ। সে ওই গ্রামের মাজার পাড়ার মোস্তফার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) দাউদুজ্জামানসহ সংগীয় পুলিশ ফোর্স সহ সোমবার (৮মে ) দিবাগত রাত প্রায় ১১টা ২৫ মিনিটের দিকে উপজেলার ঝালুকা গ্রামের মাজার পাড়ায় আসামীর নিজ বাড়ির পাশে পেঁয়ারা বাগানে অভিযান চালিয়ে ৫টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। এরমধ্যে ৪টি গাছের উচ্চতা ৪ ফুট এবং ১ টি গাছের উচ্চতা ৬ ফুট। যার আনুমানিক মূল্য এক লাখ ৫ হাজার টাকা।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাঁজার গাছ সহ ১ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ওসি আরও বলেন, মাদকের বিরুদ্ধে আমরা সব সময় জিরো টলারেন্স অবস্থানে আছি। মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।