স্টাফ রিপোর্টার: রাজশাহীর দুর্গাপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১০০ পিস ইয়াবা সহ পৌরসভার সাবেক কাউন্সিলর সাইফুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে
শুক্রবার রাত সাড়ে পৌনে ১০ টার দিকে পৌর সদরের সিংগা বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার অপর সহযোগী পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের (দেবিপুর) সাবেক কাউন্সিলর এবং ওই গ্রামের কলিম উদ্দিন সরদারের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গ্রেপ্তারি পরোয়ানা, মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খবর পান সিংগা বাজারে জনৈক আফসারের মুদি দোকানের সামনে দুইজন ব্যাক্তি মাদকদ্রব্য বিক্রি করছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে তাৎক্ষনিক পুলিশের আভিযানিক টিম ঘটনাস্থলে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই মাদক ব্যবসায়ী পালানোর চেষ্টা করে। এ সময় একজনকে আটক করা গেলেও অপরজন পালিয়ে যায়। পরে উপস্থিত সাক্ষীগণের সামনে আটককৃত ব্যাক্তির নাম পরিচয় সনাক্ত করে পুলিশ। এমনকি গ্রেপ্তারকৃত সাইফুল ইসলামের শরীরে তল্লাসি করে তার পরনে থাকা ট্রাউজারের পকেট থেকে নীল রংয়ের এয়ারটাইট প্যাকেটে থাকা ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দূরুল হোদা জানান, মাদকদ্রব্য উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল সহ নিয়মিত অভিযানের অংশ হিসেবে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে । তবে তার এক সহযোগী পালিয়ে যায়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। থানা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
এ ব্যাপারে থানার এসআই আলতাফ হোসেন বাদী হয়ে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে।