নিজস্ব প্রতিবেদক দুর্গাপুর : দুর্গাপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে সাংস্কৃতিক ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত।
দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬মার্চ শুক্রবার সন্ধ্যায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নিবার্হী কর্মকর্তা মহসীন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোখলেছুর রহমান, প্রকল্প কর্মকর্তা বেলাল হোসাইন, কৃষি কর্মকর্তা মসিউর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আবু আরিফ রুবেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ
বিভিন্ন পেশাজীবি সাধারন জনসাধারন উপস্থিত ছিলেন।
স্থানীয় শিল্পীরা সাংস্কৃতিক ও নৃত্যানুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করেন।