ডিবিসি জার্নাল২৪.কম নিজস্ব প্রতিবেদক: দুর্গাপুর দুর্গাপুরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ২৮ মার্চ রবিবার দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দ্বিতীয় দিনে স্টল পরিদর্শন, কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান,পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে উন্নয়ন মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধা, দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ হাশমত আলী, প্রকল্প কর্মকর্তা বেলাল হোসাইন, কৃষি কর্মকর্তা মশিউর রহমান, শিক্ষা কর্মকর্তা মোখলেসুর রহমান। পরে সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব আলী মোল্লা, বানেছা বেগম দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ হাশমত আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারী / বেসরকারী দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেত্ববৃন্দ।