ডিবিসি জার্নাল২৪.কম নিজস্ব প্রতিবেদক : দুর্গাপুর দুর্গাপুরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয়েছে। ২৭ মার্চ শনিবার দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন, স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২১ উদযাপন হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মহসীন মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব আলী মোল্লা, বানেছা বেগম দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ হাশমত আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারী / বেসরকারী দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেত্ববৃন্দ।