নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুর উপজেলা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকেলে শেখ রাসেল শিশু পার্কের সামনে স্থাপিত ম্যুরালটি উদ্বোধন করেন সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ এমপি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিক, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শরিফুজ্জামান শরিফ, পৌর মেয়র সাজেদুর রহমান মিঠু ও অফিসার ইনচার্জ খায়রুল ইসলাম সহ সরকারি সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
এর আগে প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ এমপি দুর্গাপুর উপজেলা সদরে পৌছালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে বরণ করা হয় এবং রাষ্ট্রীয় অভিবাদন (গার্ড অব অর্নার) জানানো হয়।
বিকেলে সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ এমপি।