দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি : ‘ স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুরে স্মার্ট ভূমি উন্নয়ন কর, স্মার্ট নামজারি, স্মার্ট খতিয়ান, স্মার্ট জমির ম্যাপ ভূমি সেবা সপ্তাহ-২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুর্গাপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে ৮ জুন হতে ১৪ জুন পর্যন্ত স্মার্ট ভূমি উন্নয়ন কর, স্মার্ট নামজারি, স্মার্ট খতিয়ান, স্মার্ট জমির ম্যাপের শুভ উদ্বোধন করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিক।
এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমন চৌধুরী বলেন, অনলাইনে ঘরে বসেই সবকিছু করা সম্ভব। শুধু ওয়েবসাইটে প্রবেশ করে নির্দিষ্ট মেন্যুতে গেলেই সব তথ্য জেনে ভূমি সংক্রান্ত যেকোন প্রয়োজনীয় কাজ করা যাবে। এক্ষেত্রে প্রতিটি নাগরিক ভূমিকা রাখতে পারে স্মার্ট সেবা বাস্তবায়নে। তাই সমাজের সকল শ্রেনী পেশার মানুষকে এসেবা নিতে ও সেবা পেতে আহবান জানান তিনি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার রণজিত কুমার, উপ-সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল ওয়াহেদ, গোলাম এজাজ, তানভীর আহম্মেদ, উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট সহকারি মনিরুল ইসলাম, উপজেলা ভূমি অফিসের জমাসহকারি আনোয়ার হোসেন, উপজেলা ভূমি অফিসের নাজির শফিকুল ইসলাম, কম্পিউটার অপারেটর সজিব সরকার, সাইরাত সহকারি সালাউদ্দিন, সার্টিফিকেট পেশকার নাহিদ হাসান সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।