দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে বিবাদমান জমি নিয়ে উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নেয়ার অভিযোগ উঠেছে। বিবাদমান ৪ শতক জমি নিয়ে উভয় পক্ষই আদালতের স্মরনাপন্ন হয়েছেন। এছাড়াও থানায় লিখিত অভিযোগ করেছেন।
উপজেলার জয়নগর ইউনিয়নের গগনবাড়িয়া মধ্যপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে আব্দুল হালিম ও আনিসুর রহমানের মধ্যে এই বিবাদ চলে আসছে।
আনিসুর রহমানের অভিযোগ ক্রয়সুত্রে তাঁর ৬ শতাংশ জমির দখল নিতে প্রতিবেশী আব্দুল হালিম বহিরাগত ১০ থেকে ১৫ জন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে এসে জোরপুর্বক ভাবে ঘর নির্মাণ করতে থাকে। এ সময় আনিসুর রহমানের মেয়ে সায়মা বিবি সহ তাঁর কয়েকজন বোন মিলে ঘর নির্মাণ করতে নিষেধ করে। এ সময় নির্মাণ কাজের ভিডিও নিজ মোবাইলে ধারন করতে থাকে সায়মা বিবি। এতে আব্দুল হালিম ক্ষিপ্ত হয়ে সায়মা বিবির উপরে আক্রমণ করে এবং তাকে শারীরিক ভাবে লাঞ্ছিত করে মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। পরে দ্রত ঘটনাস্থল ত্যাগ করে।
আব্দুল হালিম বলেন, ক্রয়সূত্রে ওই জমির মালিক তাঁর বাবা আশরাফ আলী। তাঁর বৈধ কাগজপত্র আছে। প্রতিপক্ষ আনিসুর রহমান জোরপূর্বক জমিটি দখলে নিতে চাচ্ছে। এ ঘটনায় তিনি আদালত ও থানায় অভিযোগ করেছেন।
জানতে চাইলে জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ঘটনা শুনেছি। এ বিষয়ে উভয়পক্ষকে নিয়ে বেশ কয়েকবার বসা হয়েছে। কিন্তু দুই পক্ষই অনড় থাকায় বিবাদমান জমির মীমাংসা করা সম্ভব হয়নি।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। উভয় পক্ষকে কাগজপত্র নিয়ে থানায় ডাকা হয়েছে। কাগজপত্র দেখে বৈধ মালিকানা নিশ্চিত করা হবে।