দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর দুর্গাপুর উপজেলার উজালখলসী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সোমবার (১০ জুন) রাজশাহী জেলা বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি কর্তৃক আয়োজিত ২২০ তম ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত করা হয়েছে।
এ সময় উক্ত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন,
রাজশাহী জেলা বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটির সমন্বয়ক আরাফাত রহমান হিমেল, সহ-সমন্বয়ক সামিউল ইসলাম শাওন, রাজশাহী জেলা বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটির অর্থ বিষয়ক সমন্বয়ক মৃদুল ইসলাম এবং নাটোর জেলা বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটির সহ-সমন্বয়ক এস কে সম্রাট। এ সময় রাজশাহী জেলা বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটির সমন্বয়ক আরাফাত রহমান হিমেল বলেন,
সকলে রাজশাহী জেলার বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটির জন্য দোয়া করবেন এবং আমরা যেন এভাবেই সারা জীবন মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য করতে পারি।