নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) খেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় ৩১ মে ২০২১ সোমবার সকালে দুর্গাপুর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধার সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।
উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব মোল্লা, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী, দুর্গাপুর মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রব, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আবু আরিফ রুবেল, সহ সভাপতি আজিজুল ইসলাম ও ইমন বাবু প্রমূখ।