নিজস্ব প্রতিবেদক:সাম্প্রদায়িক সম্প্রীতি ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় রাজশাহীর দুর্গাপুরে প্রশাসনের সাথে বৈঠক করেছেন বিএনপি-জামায়াতের নেতৃবৃন্দ। বৈঠকে রাষ্ট্রীয় সম্পদ ও জানমালের ক্ষয়ক্ষতি না করার জন্য নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানানোর বিষয়ে একমত পোষণ করেন রাজনৈতিক নেতৃবৃন্দ।
মঙ্গলবার দুপুর ২ টার দিকে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে প্রায় ঘন্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর মেজর সাব্বির, সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম, সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান মন্টু, সুশীল সমাজের প্রতিনিধি নুরুল ইসলাম, জেলা জামায়াতের (পূর্ব শাখা) সহকারী সেক্রেটারি জেনারেল মু. নুরুজ্জামান লিটন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজাদ রেজাউল করিম রেজা, মোল্লা হাসান ইমাম ফারুক সুমন, রবিউল ইসলাম খান রবিন, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বজলুর রশিদ, রফিকুল ইসলাম রফিক, জার্জিস হোসেন সোহেল ও মাসুদ রানা মাসুম।
বিএনপি নেতা সাইদুর রহমান মন্টু বলেন, রাষ্ট্রীয় সম্পদ ও জানমালের ক্ষয়ক্ষতি না করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দিয়ে শান্ত থাকতে বলা হয়েছে।
দুর্বৃত্তরা রাষ্ট্রীয় সম্পদ ও জানমালের ক্ষতি করছে। বিএনপি দলীয় লোকজন এসবের সাথে সম্পৃক্ত নেই বলেও দাবি করেন এই বিএনপি নেতা।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মু. নুরুজ্জামান লিটন বলেন, আমরা সবাইকে নিয়ে শান্তিপূর্ণভাবে সহবস্থানে বিশ্বাসী। আমীরে জামায়াতের নির্দেশে আমরা নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশনা দিয়েছি। সুন্দর ও পরিচ্ছন্ন দেশ গড়তে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।