দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম নিজ উদ্যোগে গৃহবন্দী অসহায় ক্ষুধার্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন অব্যাহত রেখেছেন।
বুধবার সকালে সামাজিক দুরুত্ব বজায় রেখে উপজেলা পরিষদ চত্বরে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন চেয়ারম্যান নজরুল ইসলাম। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মহসীন মৃধা।
বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বলেন, সাধারণ মানুষের পাশে আমি সব সময় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি। সাম্প্রতিক সময়ে দেশজুড়ে করোনা ভাইরাস সংক্রমণের কারণে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ গুলো কিছুটা খাদ্য সংকটে পড়েন। তাদের কথা বিবেচনা করে তখন থেকেই মানুষের পাশে রয়েছি। আগামীতেও মানুষের পাশে থেকে সহায়তা করে যাবো।