দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে বিনামুল্যে দেড় হাজার কৃষকের মাঝে রাসায়নিক সার ও পাট বীজ বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সার ও পাট বীজ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধার সভাপতিত্বে সার ও পাট বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা অজিত কুমার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রুবেল রানা।