দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:’প্রশিক্ষিত যুব উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে রাজশাহীর দুর্গাপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব ২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও ভাতা বিতরণ করা হয়েছে।
যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ভ্যানে দুই মাস মেয়াদী কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং বিষয়ক এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের মিনি হলরুমে আয়োজিত এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণচন্দ্র সাহা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও ৪০ জন প্রশিক্ষণার্থী।