নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার বাদ জোহর দুর্গাপুর ডিগ্রী কলেজ মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কারাবন্দি দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা সহ দেশের সকল শ্রেনী পেশার মানুষের সুস্থতা কামনায় দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের নব গঠিত কমিটির সভাপতি শাকিল খান, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিপন, পৌর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, সাবেক সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ প্রমূখ।
প্রসঙ্গত; ১/১১-এর তত্ত্বাবধায়ক সরকারের আমলে মিথ্যা-বানোয়াট, হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলায় ২০০৭ সালের ১৬ জুলাই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়। দিবসটি পালন উপলক্ষে ছাত্রলীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।