দুর্গাপুর প্রতিনিধি : মুজিববর্ষে কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাজশাহীর দুর্গাপুরে খাদ্যের নিরাপত্তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শুভ দেবনাথ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সবুজ আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর রব।
এছাড়া সরকারি দপ্তরের অন্যান্য কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা সেমিনারে অংশ নেন।
সেমিনারে সঞ্চালকের দায়িত্বে ছিলেন রাজশাহী জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমাইয়া আফরিন জিনিয়া।