নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে রাজশাহী জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন রাজশাহীর দুর্গাপুর উপজেলার তেবিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান। এর আগে তিনি উপজেলা পর্যায়ে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হন।
হাবিবুর রহমান বলেন, মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের এ স্বীকৃতি অর্জনে বাবা মায়ের দোয়া, সহকর্মী ও সহপাঠিদের অনুপ্রেরণা এবং প্রাণপ্রিয় শিক্ষার্থীদের ভালবাসার স্বাক্ষর। মফস্বলের একটি প্রতিষ্ঠান থেকে আমাকে রাজশাহী জেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত করায় জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসার মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ ভাবে ধন্যবাদ জানাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহীদুল হক স্যার ও একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলাম স্যারকে।
এছাড়াও শুভাকাঙ্ক্ষীদের শুভ কামনা অব্যাহত রাখার আবেদন জানান তিনি। এর আগে হাবিবুর রহমানকে উপজেলা পর্যায়ে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত করা হয়।