প্রেস বিজ্ঞপ্তি: দুর্গাপুর উপজেলার কিসমত গনকৈড় ইউনিয়নের রাতুগ্রামের বাসিন্দা মরহুম আব্দুস সালাম সরকারের ছেলে ও আওয়ামী যুবলীগের একনিষ্ট কর্মী মামুন সরকারের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাঃ মোঃ মনসুর রহমান।
এক শোক বার্তায় তিনি মরহুম মামুন সরকারের আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মরহুম মামুন সরকার। শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।