স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুর উপজেলার পানানগর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে সূর্য্যভাগ গ্রামে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী পূর্ব জেলা শাখার আমীর জননেতা রেজাউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আহমদ উল্লাহ ও জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নুরুজ্জামান লিটন।
কর্মী সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর সাইফুল ইসলাম, সেক্রেটারি শামিম উদ্দিন , জামায়াত নেতা অধ্যাপক খাইরুল বারি তুহিন, ড. সেলিম রেজা খান, আব্দুল আজিজ, মাওলানা মামুনুর রশিদ, শিবির নেতা মাহফুজুর রহমান ইমন প্রমুখ।
সম্মেলন বক্তারা জাতীয় নির্বাচনের আগে রাষ্ট্রের কাঙ্খিত সংস্কার সাধনের প্রতি গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি আত্মগঠন, মানোন্নয়ন ও সামাজিক কাজের মাধ্যমে ওয়ার্ড সংগঠন মজবুত করার জন্য কর্মীদের প্রতি পরামর্শ প্রদান করেন। এছাড়া বন্যা কবলিত অসহায় মানুষের পাশে দেশবাসীকে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানান।
সম্মেলনে ছাত্র-জনতার মহান আত্মত্যাগের কথা স্মরণ করে তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়।