স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুরে পাথরবাহী ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত আব্দুল্লাহ আল কাফি (৫৮)। বাগমারার মোহনগঞ্জ এলাকার বাসিন্দা। এ সময় আরও একজন আহত হয়েছে। তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি।
সোমবার বিকেলে উপজেলার যুগীশো কেয়াতলা নামক স্থানে এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত আব্দুল্লাহ আল কাফি এক আরোহী নিয়ে মোটরসাইকেল যোগে মোহনগঞ্জ বাজার থেকে কানপাড়া বাজারের দিকে যাচ্ছিলো। যুগীশো কেয়াতলা নামক স্থানে দ্রুতগতির একটি সিনএনজির সাথে ধাক্কা লেগে বিপরীত দিক থেকে আসা পাথরবাহী ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান কাফি। তবে তার সাথে থাকা অপর আরোহী মারাত্মক আহত হলে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়েছে। তবে ঘাতক ট্রাকটিকে আটক করে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।