ডিবিসি জার্নাল২৪.কম নিজস্ব প্রতিবেদক : দুর্গাপুর দুর্গাপুর উপজেলার জয়নগরে অতি দরিদ্রদের জন্য ৪০ দিনের কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। ৩এপ্রিল শনিবার সকালে উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদের আওতাধীন এলাকায় অতি দরিদ্রদের জন্য ৪০ দিনের কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমসের আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধা, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেলাল হোসাইন।