মিজানুর রহমান, বাগমারা
রাজশাহী জেলাধীন বাগমারা উপজেলা তাহেরপুর উচ্চ বিদ্যালয়ের ২০০০.২০০৩.২০০৪ এসএসসি ব্যাচের বন্ধুদের ঈদ পুনমিলনী অনুষ্ঠিত হয়েছে।
আজ ১১ জুলাই সোমবার তাহেরপুর কলেজ চত্বরে সারাদিন দিন ব্যাপি পুনমিলনী অনুষ্ঠিত হয়।
আয়োজনের প্রথম অংশের মধ্যে তাহেরপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রিয় শিক্ষক মোঃ সামাদ বিএসসি,শিক্ষক নিরেন্দ্রবাবু মন্ডল, শিক্ষক জহির উদ্দিন, শিক্ষিকা সেলিনা আরা মেরিন, শিক্ষক হাবিল উদ্দিন, সহ তাহেরপুর প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা আমেনা খাতুন। প্রিয় শিক্ষক শিক্ষিকাদের সাথে সৌজন্যে সাক্ষাৎ সহ স্কুল জীবনে কাটানো মুহুর্ত গুলো একে-অপরের কাছে মতপ্রকাশ করেন। সবাই সবার জন্য দোয়া ও ভালোবাসা আদানপ্রদান শেষে সকলের সুস্থতা দীর্ঘ আয়ু সহ বিশেষ দোয়া করা হয়।
দুপুরের মধ্যভোজ্য পর দ্বিতীয় অংশের আয়োজনে মধ্যে, ফুটবল খেলা, বেলুন ফাটানো, কবিতা আবৃত্তি, গান, আনন্দভাগাভাগি মধ্যে দিয়ে আয়োজনের পরিসমাপ্তি ঘটে।
অনুষ্ঠান টি প্রভাষক মাসুদ রানা এর সঞ্চালনায় অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেছেন, আহবায়ক, জাহিদ আকরাম, কাঞ্চন কুমার সমাজসেবা অফিসার শিবগঞ্জ, আশরাফুল ইসলাম, আলমাছ, রাজু, শোভন, আতাউর।
এই সময় উপস্থিত ছিলেন, তাহেরপুর উচ্চ বিদ্যালয়ের ২০০০.২০০৩.২০০৪ এসএসসি ব্যাচের সকল প্রান্তন ছাত্র ব্যাক্তিবর্গ প্রমুখ।