নিজস্ব প্রতিবেদক
রাজশাহী নগরীতে জেলা ছাত্রলীগ কর্মী ও জেলা মুক্তিযোদ্ধা মঞ্চের সাংগঠনিক সম্পাদক শাকিল হোসেন মুন্না’র ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
২৬ আগস্ট সন্ধায় ছাত্রলীগ কর্মী ও জেলা মুক্তিযোদ্ধা মঞ্চের সাংগঠনিক সম্পাদক শাকিল হোসেন মুন্না তার বন্ধুদের নিয়ে নগরীর পদ্মা গার্ডেনে কফি খাওয়া শেষে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় তার ওপরে একদল সন্ত্রাসী অতর্কিত হামলা করে গুরুতর আহত করে এসময় স্থানীয় বাহারুল ইসলাম সাগর তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
ছাত্রলীগ কর্মী মুন্না’র ওপরে হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন রাজশাহী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন অমি।