চারঘাট সংবাদদাতা: রাজশাহীর চারঘাটে আকবর আলী নামের এক ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আকবর আলী চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের ইউপি সদস্য।
সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর ১০ টাকা কেজির চাল আত্মসাতের অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি রাজশাহীর জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে বলে জানা গেছে।