নিজস্ব প্রতিবেদক : ‘৩০ এর কারাগার থেকে মুক্তি চাই, চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ চাই’- এই প্রতিপাদ্যে সরকারি চাকরির আবেদনের বয়স ৩০ থেকে বৃদ্ধি করে ৩৫ বছর করার দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ‘রাজশাহী জেলা ৩৫ বাস্তবায়ন কমিটি’ এই মানববন্ধনের আয়োজন করে।
সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক হারুণের সভাপতিত্বে ও রাবি শাখার সদস্য সচিব সাদ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য জেলা আহবায়ক ইনজামাম-উল-হক।
এসময় মানববন্ধন থেকে বক্তারা, চাকরির বয়স ৩০ থেকে বৃদ্ধি করে ৩৫ বছর করার এবং চাকরিতে আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা করার দাবি জানান।
মানববন্ধনে ‘রাজশাহী জেলা ৩৫ বাস্তবায়ন কমিটি’ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।