দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:রাজশাহীর দুর্গাপুরে সেই প্রতিবন্ধী নারীকে কুপিয়ে হত্যার ঘটনায় ঘটনার মুলহোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৪ ঘন্টা না পেরোতেই ঘটনার মোটিভ উদ্ধার করতেও সক্ষম হয়েছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার বখতিয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ঘটনার মুলহোতাকে গ্রেপ্তার করে। এদিন দুপুরেই তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গ্রেপ্তারকৃত আব্দুল গাফফার (৪৮) সম্পর্কে নিহত আম্বিয়া খাতুনের আপন বড় ভাই। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে আম্বিয়া খাতুনকে কুপিয়ে হত্যা করেছে গাফফার। এ ঘটনায় আম্বিয়া খাতুনের আরেক ভাই আবু তালেব বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।
থানায় দায়ের করা এজাহারে উল্লেখ্য করা হয়, উপজেলার বখতিয়ারপুর হাজীপাড়া গ্রামের মৃত আব্দুল মালেকের প্রতিবন্ধী কন্যা আম্বিয়া খাতুন শারীরিকভাবে প্রতিবন্ধি হওয়ায় তার নামীয় জমি লিখে নিতে চাইতো আপন বড়ভাই আব্দুল গাফফার। জমি লিখে দিতে অপারগতা প্রকাশ করে আম্বিয়া খাতুন। এতে ক্ষিপ্ত হয়ে ৩০ অক্টোবর রাতে আম্বিয়া খাতুনকে কুপিয়ে হত্যা করে আব্দুল গাফফার।
এর আগে ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত হত্যাকান্ডের রহস্য উদঘাটন করে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের জন্য থানা পুলিশকে নির্দেশ দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খায়রুল আলম।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, থানায় মামলা দায়েরের পর বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হয়। তদন্তে জমি নিয়ে বিরোধের জের ধরে আম্বিয়া খাতুনকে হত্যা করা হয়েছে মর্মে নিশ্চিত হওয়া গেছে। গ্রেপ্তারকৃত মুল আসামী আব্দুল গাফফার প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।